E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পটুয়াখালীতে দুই নারীসহ তিন লাশ উদ্ধার

২০১৬ মে ১৩ ১৬:৫২:৪৮
পটুয়াখালীতে দুই নারীসহ তিন লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার  তিন উপজেলা থেকে দুই মহিলাসহ তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুক্রবার বিভিন্ন সময় পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস জানান, বাউফল উপজেলার হোসনাবাদের বাসিন্দা খলিল মৃধা(৩৫) পেশায় একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ হয় এমন তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দুমকী উপজেলা জলিসার কদমতলার একটি খাল থেকে তার মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমি (ওসি) ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করি।

কলাপাড়া থানার অফিসার ইনর্চাজ জিএম শাহনেওয়াজ জানান, উপজেলার ম্যাওরাপাড়া এলাকায় পানিতে ডুবে মোসাঃ রাসেদা বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে শুক্রবার লাশটি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রাম থেকে জেসমিন আক্তার (৩০) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে তার বাড়ির সামনে থেকে। তবে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। এদিকে জেসমিনের লাশ উদ্ধার নিয়ে এলাকাবাসী ভিন্নমত প্রকাশ করেছেন।

(এসডি/এএস/মে ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test