E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোবিন্দগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইকে হত্যার অভিযোগ, লুটপাট

২০১৬ মে ৩০ ২১:০২:০১
গোবিন্দগঞ্জে শ্বশুর বাড়িতে জামাইকে হত্যার অভিযোগ, লুটপাট

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে শশুর বাড়িতে ডেকে নিয়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক জামাইকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া তালপট্রি গ্রামে রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাশ্ববর্তী সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের একটি গাছ থেকে সোমবার দুপুরে আশরাফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আশরাফুল ইসলামের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের গাজীপাড়ায়। তিনি ওই গ্রামের মনতাজ উদ্দিন ব্যাপারীর ছেলে।

এদিকে, এ ঘটনার পর থেকে আশরাফুলের শশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ৫-৬ বছর আগে তালপট্রি গ্রামের আবদুল কুদুসের মেয়ে মোছা. মফেলা বেগমকে বিয়ে করেন আশরাফুল ইসলাম। সংসারে তার একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ থাকায় মফেলা বেগম ৩ মাস আগে পালিয়ে গিয়ে ঢাকার একটি গার্মেন্টে চাকুরী করেন। সেখানে মফেলা বেগম অন্য এক ছেলেকে বিয়ে করেন। কিন্তু তার পরেও আশরাফুল মফেলা বেগমকে নিয়ে সংসার করতে চায়। এ নিয়ে আশরাফুল তার শশুর-শাশুড়ি ও ভায়রায় সঙ্গে যোগাযোগ করতেন। গত ২-৩ দিন আগে আশরাফুলকে শশুর বাড়িতে ডেকে আনে তার ভায়রা। এরপর আশরাফুল তার শশুর বাড়িতে আসেন। রবিবার রাতে যে কোন সময় শশুর বাড়ির লোকজন আশরাফুলকে বেদমভাবে মারপিট করে হত্যা করে। এরপর তারা আশরাফুলের লাশ পাশ্ববর্তী সাঘাটা উপজেলার রামনগর গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সোমবার সকালে আশরাফুলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

আশরাফুলে বাবা মনতাজ উদ্দিন ব্যাপারীর অভিযোগ, ‘আশরাফুলকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে শশুর বাড়ির লোকজন। এরপর তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়’।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। মারপিট করে তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের লাশ সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে পাওয়া যায়। সে কারণে সাঘাটা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় সাঘাটা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে আশরাফুলকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ আত্মীয় স্বজনরা দুপুরে তালপট্রি গ্রামের আবদুল কুদুসের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় বলে কুদুস অভিযোগ করে।



(এসআরডি/এস/মে ৩০,২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test