E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুরে পোশাক কারখানার ৪৮ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই

২০১৬ জুন ০৭ ১৫:৫৮:২৩
গাজীপুরে পোশাক কারখানার ৪৮ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে গ্রিন লাইন  পোশাক কারখানার শ্রমিকদের বেতনের জন্য উত্তোলনকৃত ৪৮ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে আইএফআইসি ব্যাংকের কোনাবাড়ি শাখা থেকে গ্রিন লাইন পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতনের জন্য ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়। এসব টাকা মাইক্রোবাসে করে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কোনাবাড়ি পারিজাত আমতলি এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়/সাতজন দুর্বৃত্ত মাইক্রোবাসটির গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মাইক্রোবাসে থাকা লোকজনের কাছ থেকে ওই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে।কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় এর আগের বার পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও এবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি।’

(আরএইচ/এএস/জুন ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test