E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাপাহারে লোডশেডিং রোজাদারদের চরম দুর্ভোগ

২০১৬ জুন ২০ ২০:৩৫:০৬
সাপাহারে লোডশেডিং রোজাদারদের চরম দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি :পবিত্র রমজান মাসে সরকার ঘোষিত সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের কথা থাকলেও নওগাঁর সাপাহার উপজেলায় সেটি হচ্ছেনা। ভয়াবহ লোডশের্ডিয়ে এখানকার মানুষ বিশেষ করে রোজাদাররা চরম দুর্ভোগে পড়েছেন। পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সেবার মান যতটা আশা করেছিল এখানকার মানুষ, তাতে হতাশায় পড়তে হয়েছে সকলকে।

উপজেলার রোজাদাররা জানান, বিদ্যুতের লোডশেডিং থাকলেও হয়তো ইফতার, সেহরীর ও তারাবীর নামাজের সময় বিদ্যুৎ সেবার মান সহনীয় থাকবে। কিন্তু রমজানের শুরু থেকে সাপাহারে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়। এখানে ইফতারের সময় যখন মুসল্লিরা ইফতার নিয়ে বসে, তারাবির নামাজের সময় ও সেহরী খাওয়ার সময় মোটেও বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ করেছে উপজেলাবাসী ।

এই প্রচণ্ড তাপদাহ গরমের দিনে সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের। রোজাদার মুসল্লিদেরকে সেহরীও খেতে হচ্ছে অন্ধকারে। বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ের কারনে ব্যবস্যা বানিজ্যে ধ্বস, বিভিন্ন কলকারখানা, ব্যবস্যা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিপনী বিতান, কম্পিউটার সাইবার ক্যাফগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে করে সাধারন জনগন ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। উপজেলার লাগামহীন লোডশেডিংয়ের বিষয়ে সাপাহার পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, লাইনের সমস্যার কারনে এরকম সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

(বিএম/এস/জুন২০,২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test