E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গোবিন্দগঞ্জ পৌরসভার সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৬ জুন ২৫ ১৫:৩৩:১২
গোবিন্দগঞ্জ পৌরসভার সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :১২লক্ষ ৫১ হাজার ২৮৫ টাকার উদ্বৃত্ত রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ৫২ লক্ষ ৫১ হাজার ২৮৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌর মিলনায়তনে বাজেট অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার এই বাজেট ঘোষনা করেন। পৌর মেয়র মোঃ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান ও গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের পিপি মোঃ শফিকুল ইসলাম শফিক। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, উপজেলা ইঞ্জিনিয়ার আহসান হাবিব, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, শিবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সেকেন্দার আলী , কামারদহ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সচিব মোঃ আব্দুর রহিম প্রামানিক , এ্যাকাউনটেন্ট সাইদুর রহমান, সার্ভেয়ার আনোয়ার হোসেন প্রমুখ।


(এসআরডি/এস/জুন২৫,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test