E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, নিতহ ১

২০১৬ জুলাই ০৯ ২১:৩০:২১
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, নিতহ ১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ৫ জনকে আটক করেছে। গত বুধবার (৬ জুলাই) রাত একটার দিকে উপজেলার সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে ওই গ্রামের রফিকুল, নজরুল ও আনোয়ার হোসেনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন রাতে উভয় পক্ষ বাগবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুল গনির পুত্র গার্মেন্টস কর্মী আনোয়ার হোসেন (২৬) প্রতিপক্ষের কাতরার ঘায়ে (দেশীয় অস্ত্র) গুরুতর আহত হয় । পরে হাসপাতালে আনা হলে ডাক্তার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন । সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মাঝে দেলোয়ার, জহুরুল ইসলাম, হীরা মিয়া ও সোলাইমান ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ঘটনায় সিদ্দিক, রনি, নজরুল ,রফিকুল ও নূর ইসলামকে আটক করেছে ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

(এনএইচএম/পি/জুলাই ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test