E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে দেড় লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

২০১৬ জুলাই ১২ ১৬:০৩:০০
বাগেরহাটে দেড় লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৫ বছর বয়সী দেড় লাখ শিশুকে আগামী শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিভাগ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট সিভিল সার্জন ড. অরুন চন্দ্র মন্ডল।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে স্বাস্থ্য বিভাগের আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালায় সিভিল সার্জন আরও বলেন, জেলার ৯টি উপজেলার ৭৫ ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯৭৬ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৪ হাজার ৮১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য সকল শিশুদের অভিবাবকদের সন্তানদের নিয়ে যথাসময়ে ঠিকাদান কেন্দ্রে উপস্থিত হবার আহবান জানান। পাশাপাশি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের যে কোন তথ্য আদান-প্রদানের জন্য সহযোগিতা কামনা করেন।

বাগেরহাট সিভিল সার্জন ড. অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশিদ। এছাড়া অন্যন্যাদের মধ্যে বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ড. নজরুল ইসলাম, ড. প্রদীপ কুমার বকসী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, আলী আকবর টুটুল, আবু সাঈদ প্রমুখ।

(একে/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test