E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দাউদকান্দিতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ মামলায় ১২ জন জেল হাজতে

২০১৬ জুলাই ১৪ ১২:০১:০৪
দাউদকান্দিতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ মামলায় ১২ জন জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি :আজ ১২ জুলাই মঙ্গলবার কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লা আদালত দাউদকান্দিতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ মামলায় দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়কসহ ১২ জনকে জেল হাজতে প্রেরণ করছেন ।

কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে ১২ আসামী জামিন চাইলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে এ মামলার ধারা জামিন যোগ্য না হওয়ায় আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।

আসামীরা হলেন, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ শাহ-আলম চেয়ারম্যান, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এইচ.এম. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেনু পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন মিয়া, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মহিউদ্দীন, গৌরীপুর ইউনিয়ন বিএনপি নেতা দুলাল মেম্বার, খোয়াজ মেম্বার, মোঃ আলম, মোঃ ইয়াকুব ও ছাত্রদল নেতা মোঃ বাছেদ। উল্লেখ্য যে, গত ৪ জুন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন সরকাপুর গ্রামের সরকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালিন ককটেল হামলা হয়।

ককটেল বিস্ফোরণে সহকারি প্রিজাইডিং অফিসারসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। ওই ঘটনায় ৫ জুন পুলিশ বাদী হয়ে ৩৪ জন নামধারী এবং ৪০০ জনকে অজ্ঞাত করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।






(এএসএ/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test