E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

 সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে  উল্টো রথযাত্রা

২০১৬ জুলাই ১৪ ২২:২৩:৪৩
 সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে  উল্টো রথযাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি : এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। প্রত্যেক সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে স্বাভাবিকভাবে। সর্বধর্মের সমন্বয়ের এ ঐতিহ্যকে বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। অথচ একটি বিশেষ গোষ্টি বাংলাদেশের এ অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করতে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের  ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, সেবাইতদের হত্যা করছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে আইন প্রয়োগকারি সংস্থা ও সাধারণ মানুষের সমন্বয় ঘটিয়ে ওইসব মৌলবাদি জঙ্গীদের প্রতিহত করতে হবে।

বৃহষ্পতিবার বিকেল ৪টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি এসব কথা বলেন।

জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, ধীরু ব্যানার্জী, অ্যাড. অনিত মুখার্জী, অ্যাড. সোমনাথ ব্যানার্জী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, তপন কুমার শীল, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক নিত্যানন্দ আমিন, সদস্য সচিব প্রাণনাথ দাস, পৌর কমিশনার আব্দুস সেলিম, জ্যোস্না আরা, জয়মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সংগঠণের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ সুশান্ত ঘোষ. যুব কমিটির সাধারণ সম্পাদক সুমন অধিকারি প্রমুখ।

বিকেল সাড়ে ৫টায় ফিতা কেটে রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। শোভাযাত্রাটি মায়ের বাড়ি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এসে শেষ হয়।
জয়হাপ্রভু সেবক সংঘের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মন্দির সমিতি।
প্রসঙ্গত, গত ৬ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হয়।


(আরএনকে/এস/জুলাই১৪,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test