E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

র‍্যাবের তালিকায় কুমিল্লার নিখোঁজ ২২

২০১৬ জুলাই ২০ ১০:৩১:৪৪
র‍্যাবের তালিকায় কুমিল্লার নিখোঁজ ২২

কুমিল্লা প্রতিনিধি :র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গতকাল মঙ্গলবার দিবাগত  রাত সাড়ে ১২টায় দেশব্যাপী ২৬১ জন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কুমিল্লায় নিখোঁজ রয়েছেন ২২ জন। তাদের দুইজনের ছবি প্রকাশ করেছে র‍্যাব। এদের একজন কুমিল্লার হোমনার শ্যামপুরের মো. মহসীনের ছেলে মো. মেহেদী হাসান (১৮)। তিনি ঢাকার উত্তরা রাজউক কলেজের শিক্ষার্থী। গত ৮ মে থেকে নিখোঁজ রয়েছেন তিনি। কুমিল্লার নর্দার্ন কলেজ থেকে তিনি এসএসসি পাশ করেছেন বলে র‍্যাব জানিয়েছে।

ছবি প্রকাশ করা অপর নিখোঁজ হলেন কুমিল্লার মেঘনার কান্দেরগাঁও গ্রামের মো. ওয়াহিদুর রহমানের ছেলে জুনুন শিকদার (২৯)। তিনি একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে মালয়েশিয়া চলে যান। সেখান থেকে নিখোঁজ রয়েছেন তিনি। সম্প্রতি অনুসন্ধান চালিয়ে এসব ব্যক্তিদের তালিকা করে র‍্যাব। র‍্যাবের ঢাকা

হেডকোয়ার্টার সূত্র জানায়, নিখোঁজদের কোনো খোঁজ পেলে ০১৭৭৭৭২০০৫০ নম্বরে অথবা ই-মেইলে: [email protected] এই ঠিকানায় জানাতে বলা হয়েছে।

র‍্যাবের তালিকা অনুযায়ী কুমিল্লার নিখোঁজরা হলেন :

১৮। মো. মেহেদী হাসান (১৮) মো. মহসীন মোবাইল- ০১৭১৫-৭৬৫৪৪৭ সাং-শ্যামপুর, থানা- হোমনা, জেলা-কুমিল্লা, রাজউক কলেজ উত্তরা ০৮-০৫-২০১৬ হ্যাঁ ০১৮৭১-৮৬৫০৪৫ - নর্দান কলেজ কুমিল্লা, এসএসসি

৩৮। মো. জুয়েল (২৫) আলী হোসেন সাং-কলাইন, থানা-চান্দিনা, জেলা-কুমিলা সাং-কাওরানবাজার খ্রিষ্টানপাড়া মনিরের মেসের ভাড়াটিয়া, থানা- তেজগাঁও, ঢাকা ইং ২৫/০৬/২০১৬ তারিখ তেজগাঁও থানার জিডি নং-১৬৬১, তারিখ ২৮/০৬/২০১৬ ইং

৩৯। সিরাজুল ইসলাম (৩০) মৃত. সুলতান আহম্মেদ সাং-নছরপাড়া, থানা-বরুড়া, জেলা-কুমিলা সাং-৫০৬/৩ পশ্চিম নাখালপাড়া, থানা- তেজগাঁও, ঢাকা ইং ২৮/০২/২০১৬ তারিখ তেজগাঁও থানার জিডি নং-১৬৮৪, তারিখ ২৮/০২/২০১৬

৫৪। এস এম তাহসান (৩২), মোবা. মৃত এস এম শাহাজাহান, সাং- শশীদল থানাব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা ৮০ কাকরাইল, রমনা ঢাকা। ৭/২/১৬ রমনা থানার জিডি নং-৪৮৬, তারিখ- ৭/২/২০১৬ ০১৭২৫১০৪৯৫০ ০১৭২৫১০৪৯ ৫০ শশীদল উচ্চ বিদ্যালয়, ব্রাক্ষণপাড়া কুমিল্লা। তিনি পরিবারের মধ্যে শুধুমাত্র মায়ের সঙ্গে যোগাযোগ করেন। মোবাইল নম্বর- ০১৯২৪২৬৬৩৯৩

৫৬। মো. জাহাঙ্গীর আলম মো. আবুল হাশেম সাং- হাটাশ, থানাভাঙ্গুড়া, জেলা- কুমিল্লা ৩৫/১, টিঅ্যান্ডটি কলোনি, মগবাজার, রমনা ঢাকা ১২/২/২০১৬ রমনা থানার জিডি নম্বর-৮৮২, তারিখ- ১৩/০২/২০১৬ ০১৯১৩৩৩৩৭৪০ ০১৯১৩৩৩৩৭ ৪০

১২২। মানিক হোসেন (২৬) কামাল হোসেন সাং-চররায়পুরা, থানা- দাউদকান্দী, জেলা- কুমিল্লা আফতার ফোর লেন, হুজুরের গলি, পূর্ব মাদারবাড়ী, সদরঘাট, চট্টগ্রাম ১৯/০৫/১৬ সদরঘাট থানার জিডি নং-১০৭৭, তাং ২১/০৫/১৬ ০১৮১৬০২৭৮৫৪

১২৭। ওমর ফারুক (১৯) খোরশেদ আলম গ্রাম-ছাতাবাড়ীয়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা সাং-উত্তর কাট্টলী সাগরিকা সি মার্ক, পাহাড়তলী, চট্টগ্রাম ২৬/০২/১৬ পাহাড়তলী থানার জিডি নং-১৩৭৭, তাং ২৭/০২/১৬ ০১৮৫৬১৮৭০২৯

১৩৭। মো. মামুন (২৫), রিকশা চালক, পিতা- মন্নান, সাং মুন্সেফ কোয়াটার বিষ্ণুপুর, কুমিল্লা

১৩৮। মাহাবুব (৩০) পিতা- মাসুম মিয়া, শুভপুর, কোতোয়ালি, কুমিল্লা

১৩৯। জাভেদ (৩২), পিতা- মৃত আবদুল মালেক, সাং রসুলপুর, কুমিল্লা

১৪০। মেহেদী হাসান (২৭), পিতা- সফিকুল ইসলাম, সাং দিঘগাও, থানা-বরুড়া, কুমিল্লা

১৪১। আলী হোসেন তানভীর (২৯), পিতা- আবিদ আলী, সাং-পূর্ব আবরপুর, থানা চান্দিনা, কুমিল্লা

১৪২। আবদুস সালাম (২৪), পিতা- আবদুর রশিদ, সাং জালুয়াপাড়া, কোতোয়ালি, কুমিল্লা

১৪৩। সাইফুল ইসলাম (২৫), পিতা- মৃত মোসলেমুর রহমান, সাং- পাধয়া, থানা নাঙ্গলকোট, কুমিল্লা

১৪৪। তময় (২০), পিতা- ইয়াছিন, সাং ফকিরাপুল ইয়াছিন টাওয়ার, ঢাকা। কুমিলস্না সদর দড়্গিণ থানা জিডি নং ১৭/ ১.৪.১৬

১৪৫। সাদ্দাম হোসেন (২২), পিতা- আবদুল বারেক, সাং ফতেপুর, উলুরচর, সদর দক্ষিণ, কুমিল্লা

১৪৬। এহসানুল হক কাওসার (২৬) সাং- নন্দনপুর, সদর দক্ষিণ, কুমিল্লা

১৪৭। রাজন (২২), পিতা- মৃত সাহেব আলী, উত্তর আশ্রাফপুর, হালুয়া পাড়া, কুমিল্লা

১৪৮। ডা. কাজী মো. জহির (৩০), পিতা- হাজী হোসেন আলী, সাং তালতলী, সদর দক্ষিণ, কুমিল্লা

১৪৯। মাসুদ পারভেজ প্রকাশ মাদুদ (২৩), পিতা- আবু তাহের, সাং জাত কামতা, সদর দক্ষিণ, কুমিল্লা

১৮০। জুনুন শিকদার জম্ম তারিখ ০১/০৬/১৯৮৭ মো. ওয়াহিদুর রহমান ০১৭১১১৪২৯৬৬ রিনা রহমান গ্রাম- কান্দেরগাঁও থানা- মেঘনা জেলা- কুমিল্লা পাসপোর্ট ঠিকানা- ০১/০৬/সি, জিগাতলা, মনেশ্বর রোড, ধানমন্ডি, ঢাকা ০১৭১২১৩১১৮৫ বিই-০৯৪৯১৭২ ইস্যু ২৩/০৩/১৫ উত্তীর্ণ- ২২/০৩/২০ পুরাতন পাসপোর্ট নম্বর ই০৪০০০৩২ এনআইডি- ১৯৮৭২৬৯১৬৪৮০৮ ৫৫০৫ ২৫ আগস্ট ২০১৩ তারিখে বিস্ফোরকসহ গ্রেপ্তার হন। পরে জামিনে বের হয়ে মালেয়শিয়া যান। সেখান থেকে নিখোঁজ

২০৪। আব্দুলাহ ইবনে সিরাজ (২০) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামে







(ওএস/এস/জুলাই ২০,২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test