E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

২০১৬ জুলাই ৩০ ১৫:৫৫:০৯
ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি :বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার উদ্যোগে শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে শিক্ষকদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য আয়নুল ইসলাম।

প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় এসময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহকারী অধ্যাপক শহীদুল হক শাহীন, শিক্ষক, মিনহাজ উদ্দিন, দেলোয়ার হোসেন, মীর হান্নানুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালোভাবে না জানা এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সন্তানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজ-খবর না রাখা এজন্য দায়ী।

বক্তারা এসময় পিতামাতাও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার শিক্ষকরা অনুরোধ জানিয়েছেন।

(এসকেকে/এস/জুলাই ৩০,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test