E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে সড়ক ভেঙ্গে বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত

২০১৬ আগস্ট ০৬ ১৩:২২:০০
বাগেরহাটে সড়ক ভেঙ্গে বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটের ভৈরব নদীতে বন্যার পানি বেড়ে সড়ক ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েকটি গ্রামের শত শত ঘরবাড়ি প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

গত দুদিনে বাগেরহাট সদরের মুক্ষাইট- হাদেরহাট সড়ক ভেঙ্গে বন্যার পানিতে নতুন-নতুন প্লাবিত হচ্ছে। এসব এলাকার সব্জি ক্ষেত, পুকুর ও মাছের খামাও তলিয়ে গেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। বিষ্ণুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবোতর জীবন জাপন করছে। বসত ঘরে পানিতে প্লাবিত হওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, কোথাও রাস্তা ভেঙ্গে কোথাও বা রাস্তার উপর দিয়ে উপছে পড়ছে বন্যার পানি। এর ফলে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছে। ধান-সবজি ক্ষেত, পুকুর ও মাছের খামার বন্রার পানিতে ডুবে একাকার হয়েগেছে। বিষ্ণুপুর ইউনিয়নে বিশ হাজারের অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।


(এসএকে/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test