E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লাকসামে স্কুল ছাত্রীকে অপহরণের সময় ৫ যুবক গ্রেফতার

২০১৬ আগস্ট ১২ ২০:৪১:০১
লাকসামে স্কুল ছাত্রীকে অপহরণের সময় ৫ যুবক গ্রেফতার

চন্দন সাহা,লাকসাম:কুমিল্লার লাকসামে কুলসুম আক্তার সাথী (১৬) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের সময় পাঁচ যুবককে আটক করেছে লাকসাম থানা পুলিশ।

শুক্রবার বিকেলে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ওই ৫ যুবককে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর ইউপির বেতিহাটি গ্রামে। সে ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে ও গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অপহরণকারীরা বেতিহাটি নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রী সাথীকে মুখ চেপে ধরে একটি সিএনজি চালিত অটোরিক্সা (নোয়াখালী-থ-১১-৯৫৪১) করে তুলে নেয়। লাকসাম থানা পুলিশের টহলকারীদল পৌরসভার গাজিমুড়া এলাকায় সিএনজিটিকে সন্দেহ হলে গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পূর্বচর রমিজ গ্রামের নওয়াব আলীর ছেলে জুয়েল মিয়া (২৬), আলী আহাম্মদের ছেলে আলা উদ্দিন (২৪), শফিক মিয়ার ছেলে মোঃ আরিফ (২৮), মহি উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল (২১), মৃত রবিউল আলমের ছেলে শাহিন (২৫) অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করলে,থানা পুলিশের এস.আই দীনেশ দাশ স্কুল ছাত্রী কুলসুম আক্তার সাথীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(সিএস/এস/আগস্ট১২,২০১৬)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test