E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট নির্মাণ কাজ পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

২০১৬ আগস্ট ১৩ ১৭:৩৩:৩৮
তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট নির্মাণ কাজ পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

শুক্রবার রাত ৮টায় মন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনে গেলে তাঁকে অভ্যর্থনা জানান পিডিবি ও চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মন্ত্রী নির্মাণ কাজের পরিদর্শন শেষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হারবিন ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় কাজের সার্বিক দিক তুলে ধরে মন্ত্রীকে অবহিত করেন বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক চৌধুরী নূরুজ্জামান এবং কারিগরি কাজের চিত্র তুলে ধরেন চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হারবিন ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের প্রধান প্রকৌশলী মি. লি. ঝিউই।

চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হারবিন ইলেক্ট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের প্রধান প্রকৌশলী মি. লি. ঝিউই বলেন, তাদের প্রতিষ্ঠান বিশ্বমানের। বিশ্বের বিভিন্ন দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাদের অভিজ্ঞতা রয়েছে। তবে এ বিদ্যুৎ কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব।

প্রকল্প পরিচালক চৌধুরী নূরুজ্জামান বলেন, ইতোমধ্যে কেন্দ্রটির ৫০ভাগ কাজ শেষ হয়ে গেছে। যেভাবে কাজ চলছে তাতে করে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৬মাস আগে বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে এ বিদ্যুৎ কেন্দ্রে বছরে ৬লাখ মেট্রিক টন কয়লা ব্যবহৃত হবে। এক্ষেত্রে প্রতিদিন ২হাজার টন কয়লা এবং ১হাজার টন পানি ব্যবহৃত হবে এ কেন্দ্রে। পার্শ্ববর্তী কয়লাখনি থেকে পুরো কয়লা নেয়া হবে। আগামী ২০১৮সালের শুরুতেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে এবং এখানে প্রতিদিন ২৭৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, সরকারের বিদ্যুৎ উৎপাদনের দিকে বিশেষ নজর রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রটি যাতে চালু এবং বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার নির্দেশ দেন। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসিজি/এএস/আগস্ট ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test