E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আড়াইহাজারে প্রাইভেটকার খাদে, নিহত ৪

২০১৬ আগস্ট ১৭ ২৩:৪২:৩২
আড়াইহাজারে প্রাইভেটকার খাদে, নিহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।

বুধবার বিকেল সাড়ে ৫টায় আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর মাধবদি এলাকার আতিকুর রহমান পাভেল, তুষার, লিমন ও অভি। তারা চারজনই ওই এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। নিহতদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, বিকেল সাড়ে ৫টায় নরসিংদী থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪) ঢাকা যাচ্ছিলেন চারজন। এ সময় আড়াইহাজারের পুরিন্দায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তুষার নামে একজন মারা যান। সঙ্গে থাকা আতিকুর রহমান পাভেল, লিমন, অভিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে আনার পর অপর তিনজনের মৃত্যু হয় বলে পাভেলের বড় ভাই ইয়াসিন জানান।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আজম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পুরিন্দা এলাকায় মজিবুর রহমান নামের এক ব্যক্তির ৮ বছরের শিশু আরিফুর রাস্তা পার হচ্ছিল। ওই সময়ে তাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test