E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

২০১৬ আগস্ট ২৭ ০৯:৩০:২৩
কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারীসহ ৫ জন নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি।

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test