E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ

২০১৬ আগস্ট ৩০ ১৭:৫৭:৪০
দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা দেয়ায়  মঙ্গলবার পার্টি অফিস অবরুদ্ধ করে রেখেছে পদ বঞ্চিত নেতৃবৃন্দরা।

জেলা বিএনপি’র পদবঞ্চিত সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করে এবং কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

পদবঞ্চিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনাজপুরে বিএনপির যে স্থবিরতা চলে আসছিল তাতে আমাদের কাঙ্খিত স্বপ্ন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে দিনাজপুরে নতুন কমিটি ঘোষনা করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখ জনক যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুর পর যে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে তাতে যারা বিগত দিনে আন্দোলনে মাঠে ছিল না ও যেই নেতারা আওয়ামীলীগের সাথে আতাত করে এবং আওয়ামীলীগের শোক র‌্যালীতে অংশ নেয় তাদের এই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটি আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত এই কমিটি পরিবর্তন করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, স্বেচ্ছাসেবক দলের মজিদ, পাপ্পু, সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, ছাত্রদলের মকছেদুল ইসলাম টুটুল, বকুলসহ শ্রমিকদল, মহিল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯আগস্ট সোমবার সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক কে আহবায়ক ও লুৎফর রহমান মিন্টুকে যুগ্ম আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট বিএনপির দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

(এসিজি/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test