E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বড়পুকুরিয়া কয়লা খনিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

২০১৬ সেপ্টেম্বর ০২ ১৬:৪৬:১৯
বড়পুকুরিয়া কয়লা খনিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

দিনাজপুর প্রতিনিধি : সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের নবাগত ব্যবস্থাপনা পরিচালক এস এম এন আওরঙ্গজেব। এ জন্য তিনি খনির সব কর্মকর্তা-কর্মচারীসহ খনি সংশ্লিষ্টদের সর্বত্মক সহযোগিতা কামনা করেন।

বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবস্থাপনা পরিচালক এস এম এন আওরঙ্গজেব বলেন, আগামী বছরের আগষ্ট মাসে খনির কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত বিদেশী ঠিকাদারের মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুনভাবে কয়লা উত্তোলনের জন্য এটা একটা চ্যালেঞ্জিং সময়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে খনির কয়লা উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে। এ জন্য খনির উৎপাদন আরও বৃদ্ধি করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার প্রয়োজন। এ ছাড়াও সাম্প্রতিক পরিস্থিতিতে খনির কাজে নিয়োজিত বিদেশীদের নিরাপত্তার উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত খনির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খনিকে আরও এগিয়ে নিয়ে যেতে নবাগত ব্যবস্থাপনা পরিচালককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম প্রধানীয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) হাবিবউদ্দীন আহম্মেদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) সরিফুল আলম, বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সহকারী ব্যবস্থাপক সাজিউল ইসলাম সাজু প্রমুখ।

শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

(এটি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test