E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

হিলি সীমান্তে ৪ মহিলাসহ ৮ মাদক ব্যাবসায়ী আটক

২০১৬ অক্টোবর ০৮ ১৮:০৩:৪৬
হিলি সীমান্তে ৪ মহিলাসহ ৮ মাদক ব্যাবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিল ও ৮০পিচ ইয়াবা জব্দ করেছে। এ সময় ৪ নারীসহ ৮মাদক ব্যবসায়িকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে, উপজেলার মধ্য বাসুদেবপুর চুড়িপট্টি এলাকায় খাতাব হোসেনের ছেলে আব্দুল মালেক (৩২) ও তার স্ত্রী নাসিমা বেগম (২৭), একই এলাকার রিপন মিয়ার স্ত্রী শাপলা বেগম (২৮), মানিক মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৯), জাকের মিয়ার ছেলে বিদ্যুৎ হোসেন (৩৪), ধীরেন্দ্র নাথের ছেলে উজ্জ্বল (৩০) ও তার স্ত্রী রুপালী বেগম (২৫) ও রিপন মিয়ার স্ত্রী কুলসুম (২৪)।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সবুর বলেন, পুলিশের অভিযানে আব্দুল মালেক ও তার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে ১৫ বোতল, শাপলা বেগমের কাছ থেকে ১৫ বোতল, সাজ্জাদ মিয়ার কাছ থেকে ৪০ বোতল ও বিদ্যুৎ হোসেনে কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল এবং রুপালী বেগমের কাছ থেকে ২০পিচ এবং কুলসুমের কাছ থেকে ৬০পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।

(এসিজি/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test