E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নবাবগঞ্জে উড়াঁও দিবসে সাংস্কৃতিক প্রতিযোগিতা

২০১৬ অক্টোবর ০৮ ১৮:০৭:১৬
নবাবগঞ্জে উড়াঁও দিবসে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উরাঁও দিবস কারাম উৎসব শনিবার পালন করা হয়েছে। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি আদিবাসী প্রকল্পের সহযোগিতায় উপজেলার খিদিরপুর ও ফরদাবাদ পাদ্দা পাঞ্চ কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।

খিদিরপুর মিশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উরাঁও দিবস কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি সুনিল তির্কীর। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ উরাঁও রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি ফাদার কেরবিম বাকলা, সহ-সভাপতি লুকাস কিস্পর্টা, ব্র্যাকের ভাষা ও সাংস্কৃতিক চর্চা বিষয়ক ব্যবস্থাপক আলবেরিকুশ খালকো, ওরাঁও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ওরাঁও উদযাপন কমিটির অর্থ সম্পাদক মিলন এক্কা, প্রদীপ তির্কী, ব্র্যাক দিনাজপুরের ব্যবস্থাপক নির্মল কেরকেটা, গণমাধ্যমকর্মী রুহুল আমিন প্রধান প্রমুখ।

পরে ওরাঁও সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের সমন্বয়ে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার ওরাঁও সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ নেন।

(এসিজি/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test