E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শরীয়তপুরে ৩০ জেলের জেল-জরিমানা

২০১৬ অক্টোবর ১৯ ১৪:৫০:০৫
শরীয়তপুরে ৩০ জেলের জেল-জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর জলসীমা থেকে মোট ৩০ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পৃথকভাবে তাদেরকে এ সাজা প্রদান করেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুকুল কুমার মৈত্র জানান, মঙ্গলবার রাতে মাদারীপুর র‌্যাব-৮ এর একটি দল ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ২০ জেলেকে আটক করে। রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১১ জনের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করা হয়। রাতে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

জাজিরা থেকে আটককৃত সাজাপ্রাপ্তরা হলেন মিঠু মাদবর (২৫) ও চাঁন মিয়া (৩৪) আমির বেপারী (৩৫), তৈয়ব আলী শেখ (৫০), আব্দুর রহিম (২৮), ইয়াছিন বেপারী (২৪), স্বপন জমাদ্দার (৩০), বাচ্চু মিয়া (২০) ও রুবেল (২৫) কে বিভিন্ন মেয়দে সাজা দেয়া হয়েছে। জসিম ঢালী (৪২), রুবেল ফকির (২২), সোহেল চৌকিদার (২০), সুমন মিয়া (২৩), ফারুক জমাদ্দার (৫৮), নওয়াব আলী (৩২), আবেদ আলী পেদা (৫৭), আবু বরক হাওলাদার (৫২), মফিজ মাদবর (৪৫) বাদশা মিয়া (২২) ও বাবুল ফকির (৪৫) কে ৫ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীর জলসীমা থেকেে অঅটককৃত সাজাপ্রাপ্তরা হলেন, লিটন বেপারী (২৯), আলামিন বেপারী (২২), আনোয়ার হোসেন (৩২), সেলিম মল্লিক (২৮), মাহমুদ হোসেন (২৮), শহীদুল ইসলাম (২৫), সেলিম দেওয়ান (৩২), শামিম হোসেন (১৮), রফিক (১৯) ও মহিউদ্দিন (১৫) এদের প্রত্যেককে ২০ দিন করে বীনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।





(কেএনআই/এস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test