E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শরীয়তপুরের দুই নেতাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করায়, আনন্দ মিছিল

২০১৬ অক্টোবর ২৫ ১৭:৩৮:২৬
শরীয়তপুরের দুই নেতাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করায়, আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি : ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শরীয়তপুর জেলার ২ জন নেতাকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক  সম্পাদক মনোনীত করায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে। নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদকদ্বয় হলেন, সাবেক দুই ২ বারের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাংসদ বি,এম মোজাম্মেল হক এবং সাবেক কমিটির নির্বাহী সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাকসুর সাবেক ভিপি এ, কে,এম এনামুল হক শামিম।

দুপুর ১২টায় জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে শুরু করে উত্তর বাজার ঘুড়ে পূনরায় মিছিলটি শরীয়তপুর চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের পর উল্লসিত নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম মাষ্টার, আঙ্গারিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাখাওয়াত হোসেন হাওলাদার, জসিম মাদবর, এ্যাডভোকেট পারভেজ রহমান জন, শ্রমিক নেতা ফারুক চৌকিদার, আলী আহম্মদ মাদবর প্রমুখ।

(কেএনআই্/এএস/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test