E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি

২০১৬ নভেম্বর ০৩ ১৭:৩৯:০৮
বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স হলে ৩৭সদস্য বিশিষ্ট  নতুন কমিটি ঘোষণা করা হয়। 

এতে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন সভাপতি এবং ফুড ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজীজ, ড. মো. আনিসুর রহমান, সাংগাঠনিক সম্পাদক হিসেবে ধ্রুবজয়তী সিংহ, সহকারী সাংগাঠনিক সম্পাদক হিসেবে আব্দুর রহীম, কাজী নাজমুস সালেহীন রাফি, কোষাধ্যক্ষ হিসেবে ইয়ামিন আল হাসান, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে এনাম আহমেদ, প্রমা সেন, দপ্তর সম্পাদক হিসেবে মারিয়া আফরোজ তমা, সহকারী দপ্তর সম্পাদক হিসেবে কানিজ ফাতেমা, আবীব আহমেদ লিমন, ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে পলাশ চক্রবর্তী, সহকারী ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে মো. আব্দুর রউফ, মেহেদী হাসান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. কাওসার আলী, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মুকতারী আরজুম তন্দ্রা, বাপ্পী দাস, কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে নূরে তাফসিনা, খেলাধূলা বিষয়ক সম্পাদক হিসেবে রেশওয়ান রাশিক, সহকারী খেলাধূলা বিষয়ক সম্পাদক হিসেবে শাকিল আহমেদ সিফাত, কেএম মাহিদুজ্জামান সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জাকিয়া সুলতানা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জাকিয়া সাথী, সানজিদা ইয়াসমীন সুমা, সাহিত্য সম্পাদক হিসেবে মো. জাকারিয়া হোসাইন, আইটি এন্ড ডকুমেন্টারি বিষয়ক সম্পাদক হিসেবে এফ এম ফয়সাল, সহকারী আইটি এন্ড ডকুমেন্টারি বিষয়ক সম্পাদক হিসেবে এসএম নাফিস, শাপলা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

(এসএস/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test