E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সখীপুরে বিএনপির সম্মেলন কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

২০১৬ নভেম্বর ২১ ১২:৫৫:৫৫
সখীপুরে বিএনপির সম্মেলন কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা মিলনায়তন ও এর আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সখিপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফা সিদ্দিকা ( এসি ল্যান্ড) বিষয়টি নিশ্চিত করেছেন।
সখিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্ত একই স্থানে সম্মেলন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির অপর একটি অংশ সভা করা ঘোষণা দেয়।

সম্মেলন ঘিরে রোববার থেকেই পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। বিকেল পাঁচটার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের নেতৃত্বে সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সেখানে সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

অপরদিকে আজকের সম্মেলন সফল করার লক্ষে উপজেলা বিএনপি অ্যাড. আহমেদ আযমের নেতৃত্বে একটি মিছিল ও সমাবেশ করে।


(এমেএনউ/এস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test