E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এমপি হিরণের মৃত্যুতে আগৈলঝাড়ায় বিভিন্ন মহলের শোক প্রকাশ

২০১৪ এপ্রিল ০৯ ১৭:৩৫:৫৭
এমপি হিরণের মৃত্যুতে আগৈলঝাড়ায় বিভিন্ন মহলের শোক প্রকাশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর আসনের এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব শওকত হোসেন হিরণ বুধবার সকাল সাত টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

হিরণের অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে কেন্দ্রিয় আ’লীগ নির্বাহী সদস্য, বরিশাল-১ আসনের এমপি ও জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হানানাত আবদুল্লাহ, বরিশাল -২ আসনের এমপি ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. অইউনুস। এছাড়াও আগৈলঝাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আ’লীগের পক্ষ থেকে আ’লীগ সভাপতি ইউসুফ মোল্লা দলের সকল অংগ সংগঠনের পক্ষ থেতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
(টিবি/এএস/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test