E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ছয় দফা দাবিতে মধ্যপাড়া খনি বাঁচাও এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির মানববন্ধন

২০১৬ ডিসেম্বর ২৬ ১৫:৪৩:২৪
ছয় দফা দাবিতে মধ্যপাড়া খনি বাঁচাও এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি : ছয় দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া কঠিন শিলাখনি বাঁচাও-এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার সকালে খনির প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফট চালু করে বেকার হয়ে পড়া শ্রমিকদের কাজে যোগদান করানো, দেড় বছরের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ উৎসবভাতা পরিশোধ করা, যাদের কারণে প্রকল্পটি গতিশীল হচ্ছে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খনি উত্তোলন কাজে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা, খনির কারণে ভূমিসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেমেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগদান, অধিগ্রহণকৃত জমির বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা এবং পাথর উত্তোলনের জন্য ব্লাস্টিংয়ের কারণে ঘরবাড়িতে ফাটল ধরায় সেগুলো নির্মাণসহ ক্ষতিপূরণ প্রদান এবং খনির দুষিত পানি নিস্কাষণের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা করা।

সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন মধ্যপাড়া খনি বাঁচাও-এলাকা বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি আফজাল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের একজন পদস্থ কর্মকর্তা বলেন, খনির ভূগর্ভস্থ উন্নয়নের কাজ চলছে। কাজ শেষ হলেই পাথর উত্তোলন শুরু করার আগেই পর্যায়ক্রমে শ্রমিকদের কাজে যোগদান করানো হবে।

(এসিজি/এএস/ডিসেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test