E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পটুয়াখালী শহরের পুকুর, জলাধার রক্ষা ও দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ১০ ১৫:০৫:৩৬
পটুয়াখালী শহরের পুকুর, জলাধার রক্ষা ও দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের বিভিন্ন পুকুর, জলাধার রক্ষা ও দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালী এসডিও পুকুর পাড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই মানববন্ধনে অংশগ্রহন করে।

সাংবাদিক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি কে এম এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মোতালেব মোল্লা, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি স.ম দেলোয়ার হোসেন দিলীপ, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মানস দত্ত, পরিবেশ আইনজীবী এড.আনোয়ার পারভেজ প্রমুখ।

মানববন্ধন থেকে পটুয়াখালীর বিভিন্ন পুকুর, জলাধার রক্ষা ও দখল মুক্ত করে ব্যবহার উপযোগী করা এবং শহরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে দৃষ্টিনন্দন ভাবে গড়ে তোলার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

(এসডি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test