E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ১৯

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৬:৩৭:১১
বাগেরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ১৯

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের কয়েকটি দল জেলার বিভিন্ন এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী মাদক বিক্রেতাও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল, গাজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার পৃংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাট জেলাব্যাপি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯টি উপজেলার ৭টি থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে ১৯জনকে গ্রেপ্তারকরা হয়েছে। গ্রেপ্তারকৃত ১৯ জন মাদক বিক্রেতার মধ্যে বাগেরহাট মডেল থানায় একজন নারীসহ ৫চজন, চিতলমারীতে ৪জন, মোরেলগঞ্জে ৫জন, মোংলায় ৩জন,কচুয়া, মোল্লাহাট এবং রামপাল উপজেলায় একজন করে মাদক বিক্রেতাকে আটক করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও পুলিশ সুপান জানায়।

(একে/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)


পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test