E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালকের যোগদান

২০১৭ মার্চ ০৩ ১৪:৪৫:৫৮
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালকের যোগদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় অফিস আদেশ অনুযায়ী ড.মো. আমজাদ হোসেন ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-এর মহাপরিচালক ২৮শে ফেব্রুয়ারি যোগদান করেছেন।

ড.মো. আমজাদ হোসেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পরে এক বছরেরও অধিককাল ইনস্টিটিউটের পরিচালক গবেষণা পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দোপমাজগ্রাম গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতার নাম মরহুম আবুল হোসেন এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি কৃতিত্বের সাথে রাজশাহী বোর্ড হতে ১৯৭৮ ও ১৯৮০ সালে এসএসসি ও এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৪ ও ১৯৮৯ সালে বি.এসসি. এজি. ও এম. এসসি. এজি. ডিগ্রি অর্জন করেন।

১৯৮৭ সালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (তৎকালীন সুগারকেন রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট) তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। ১৯৯৮ সালে বিশ্ব ব্যাংক-এআরএমপির বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে জাপানের শিনসু বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ২০০২ সালে বায়োটেকনোলজীতে পি.এইচ. ডি ডিগ্রি অর্জন করেন। গবেষণায় ভাল ফলাফলের জন্য জাপানের শিনসু বিশ্ববিদ্যালয় হতে পদক লাভ করেন। দেশে ও বিদেশের বিভিন্ন জার্নাল, বই ও পত্র পত্রিকায় তাঁর ১৩৪ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

(এসকেকে/এএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test