E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জাসদ নেতা সাবেক এমপি মতিন মিয়া গুরুতর অসুস্থ

২০১৭ মার্চ ২৮ ১৪:২৮:৩৭
জাসদ নেতা সাবেক এমপি মতিন মিয়া গুরুতর অসুস্থ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : জাসদ (ইনু) কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর পাংশা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল মতিন মিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, পাংশার মাছপাড়া এলাকার বর্ষিয়ান ত্যাগি নেতা আব্দুল মতিন মিয়া গত রোববার দুপুরে পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই প্রসঙ্গে আবেগঘন বক্তব্য প্রদানকালে আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মিনি ব্রেনষ্ট্রকে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও হাসপাতালে ভতি করা হয়েছে। জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মিয়ার দ্রুত আরোগ্যলাভে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

(এমএইচকে/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test