E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

জমে উঠেছে নির্বাচন, রাত পোহালেই ভোট

২০১৭ মার্চ ২৯ ১৪:২২:৪২
জমে উঠেছে নির্বাচন, রাত পোহালেই ভোট

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনিষ্টিটিউশনে রাত পোহালেই ভোট। ২০১৭ সালের স্কুল ক্যাবিনেট নির্বাচন উপলক্ষে ১২৮৪ জন ছাত্র ছাত্রী এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে।

আগামী কাল নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গনে ১৭ জন প্রার্থী শেষ মূহুর্ত্বের প্রচার প্রচারনার জন্য টানিয়েছে পোষ্টার। প্রার্থীদের মধ্যে ৮ জন ছাত্রী এবং ৯ জন ছাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৬ষ্ঠ শ্রেণি থেকে মোঃ মাহিন আহম্মেদ, আমির হামজা, দেবস্মিতা কর প্রিয়ন্তি, ফাতেমা তাসমিয়া নিশাত, তৃষা খাতুন, ৭ম শ্রেনি থেকে জান্নাতুল ফেরদৌস, মিথিলা ফারজানা, মোঃ আবির হোসেন, ৮ম শ্রেনি থেকে মোঃ আবির হোসেন, মোঃ রিফাত মোল্যা, সানজিদা জাহিদ, ৯ ম শ্রেনি থেকে মোঃ দাউদ শেখ, রেহেনা আক্তার, ১০ শ্রেনি থেকে বিকাশ ঘোষ, মোঃ আতাউর রহমান, মোঃ সাব্বির বিশ্বাস, মোঃ আসাদ শেখ, মোঃ খাদিজা আক্তার মুক্তা। নির্বাচিত প্রার্থীরা শুনিয়েছেন আশার বানী, খাজিদা আক্তার মুক্তা জানান আমি আশা করছি এই নির্বাচনে আমি জয়ী হতে পারবো এবং ফলাফল যাই হোক আমি মেনে নিব। রিফাত মোল্যা বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের সাথে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় যাবতীয় কর্মকান্ডে অংশগ্রহন করবো।

আরেক প্রার্থী বিকাশ ঘোষ খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে খেলাধুলার দিকে অগ্রাধিকার দিয়ে বিদ্যালয় কর্তৃক বিভিন্ন খেলাধুলার আয়োজন করবো।

নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিদ্যালয় প্রাঙ্গনে শেষ মুহুর্ত্বের প্রচার প্রচারনার জন্য টানানো হচ্ছে পোস্টার।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সহকারী নির্বাচন কমিশনার টুকটুকি ঘোষ বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এরই মাঝে আমরা ৫জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী পিজাইডিং অফিসার এবং ৫জন পোলিং অফিসার নির্বাচন করেছি।

নির্বাচন কমশিনার সজিব আহম্মেদ বলেন, নির্বাচন সম্পন্ন করনের লক্ষে ১২৮৪ জন ছাত্র-ছাত্রীর জন্য ৫টি বুথ নির্ধারন করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন করা হবে।

সুষ্ঠু নির্বাচনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া সবাইকে শেষ বারের মত পরামর্শ প্রদান করেছেন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী অনুযায়ী সব কার্যক্রম শেষ করা হয়েছে। তিনি বলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার দিয়ে আমি সমন্বয় করেছি যাতে আগামীকাল একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে পারি।

(ডিবি/এসপি/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test