E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাকেরগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫

২০১৭ এপ্রিল ১১ ১১:৫১:১১
বাকেরগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার  সন্ধ্যায় উপজেলার কলসকাঠী ইউনিয়ন ছোট দুধল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  এ ঘটনা ঘটে।

কলকাঠি ইউনিয়নের পশ্চিম দুধল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ খান, সাবেক পুলিশ সদস্য, হায়দার আলী খান, ব্যবসায়ী সোহরাব খান, কলসকাঠী ইউনিয়ন জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক সেলিম মৃধা, সাহবদ্দিন মোল্লা, জয়দার আলী খান, মোনায়েম খান, ইউসুব খান, ইউনুস খান, রবিউল খান, শিশু সুক্কুরের নাম জানা গেছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আজিজুর রহমান বলেন, সোমবার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম দুধলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদে তিন ভাই ওয়াহেদ খাঁ, সোহরাব খাঁ ও হায়দার খাঁ প্রার্থী হলে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test