E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে লালন স্বরনোৎসব পালিত

২০১৭ এপ্রিল ১১ ১৫:০০:৫০
টাঙ্গাইলে লালন স্বরনোৎসব পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : সত্য বল সুপথে চল ওরে আমার মন - আলোচ্য করে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে লালন স্বরনোৎসব।

সোমববার দিনব্যাপি এ উৎসবের আয়োজন করে টাঙ্গাইল সত্যধাম লালন সংসদ। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে লালন উৎসবে বাউল শফী মন্ডলসহ বাউল শিল্পীরা মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে দর্শকদের।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, লালন শাহের গানে মানব ধর্মই বড় ধর্ম পরিলক্ষিত হয়েছে। আর এই পরম সত্যকেই বুকে ধারন করে গান পরিবেশন করেন বাউল শিল্পীরা।

টাঙ্গাইল সত্যধাম লালন সংসদের সভাপতি সিরাজুল ইসলাম লিজু বাউলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলে জেলা প্রসাশক মাহবুব হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলূর রহমান মিরন, লোক সাহিত্য গবেষক অধ্যাপক আলীম মাহমুদ ও জেলা আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনির।

(এনইউ/এসপি/এপ্রিল ১১, ২০১৭)





পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test