E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পুলিশি হয়রানি বন্ধে নারায়ণগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ

২০১৭ এপ্রিল ১৫ ১২:৩৭:০৪
পুলিশি হয়রানি বন্ধে নারায়ণগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পুলিশি হয়রানির প্রতিবাদে ব্যাটারিচালিত (প্যাডেল) অটোরিকশা চালকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এসময় মিছিলকারীরা ‘গরীবের পেটে লাথি মারা বন্ধ করাসহ’ পুলিশের বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দেন।

শনিবার সকালে নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লার বিভিন্ন স্থানে আলাদাভাবে এ বিক্ষোভ মিছিল করা হয়।

এদিকে সকালে শহরের মাসদাইর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাঢ়া, ২নং রেলগেট মোড় প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। পরে ফতুল্লার আলীগঞ্জ থেকে একটি মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কেরর পঞ্চবটি প্রদক্ষিণ করে পুলিশলাইনে গিয়ে শেষ করে।

এছাড়া সাইনবোর্ড থেকে মিছিল বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি হয়ে শিবুমার্কেট রাস্তা প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে শেষ করে। ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর, ভোলাইল, পাগলা, তালতলাসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল এবং সমবেশ করে।

নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আজিজুল জানান, গত ১০ দিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ হয়রানির উদ্দেশ্যে ব্যাটারিচালিত (প্যাডেল) অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে।

এমনকি পুলিশ গাড়ি আটক করে নিরীহ চালকদের কাছ থেকে উৎকোচও আদায় করছে। পুলিশের হয়রানির জন্য অটোরিকশা চালকরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। ফলে তাদের স্ত্রী, সন্তান নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। পুলিশি হয়রানি বন্ধ না হলে নিরীহ শ্রমিকরা পেটের দায়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করতে বাধ্য হবে।

(ওএস/এসপি/এপ্রিল ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test