E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈদে সড়ক নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী

২০১৭ জুন ০৮ ১৩:৫১:৪০
ঈদে সড়ক নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, আগামী ঈদে মহাসড়কের যানজট ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা স্বতন্ত্রবাহিনী হিসেবে কাজ করবে। এছাড়াও সরকার যে ধরনের নির্দেশনা দিবে তা পালন করতে আনসারবাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আজ সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে সাধারণ আনসারদের মৌলিক প্রশিক্ষণের সমাপণী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, উপমহাপরিচালক কর্ণেল মহিউদ্দিন মুহম্মদ জাবেদ।

১০ সপ্তাহ মেয়াদি সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ কুচকাওয়াজে ১৪শ ৬০ জন আনসার সদস্য অংশ নেন। অনুষ্ঠানে কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ওএস/এসপি/জুন ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test