E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত ২

২০১৭ জুন ০৯ ১৫:২১:২৮
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন। শুক্রবার দুপুরে সখীপুর এবং কালিহাতী  উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের সখীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরো ৫ যাত্রী আহত হন। শুক্রবার দুপুরে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া আক্তার (৩৫) বাসাইল উপজেলার ময়থার চালা এলাকার আল আমীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সখীপুর থেকে আলেয়া সিএনজিযোগে বড়চওনা যাচ্ছিলেন। এ সময় কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আলেয়া নিহত হন।

এ সময় দুই সিএনজিতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন।

এদিকে কালিহাতী পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া (৩২) উপজেলার সলøা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত কাশেম মিঞার ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা যায়, কিবরিয়া সকাল সাড়ে ১০ টা দিকে কালিহাতী উপজেলার সল্লায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি পিকআপের তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

(এনইউ/এসপি/জুন ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test