E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাদারীপুরে দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে ঈদের নতুন জামা-খাদ্য বিতরণ

২০১৭ জুন ১৬ ১৪:৪৯:৪০
মাদারীপুরে দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে ঈদের নতুন জামা-খাদ্য বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী ও পুরানবাজারের টুম্পা ইলেক্ট্র কর্ণারে শুক্রবার প্রায় দেড়’শ দুুঃস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদের নতুন জামা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উন্নয়ন সংস্থা নকশি কাথা, ফ্রেন্ডস অভ নেচার ও শুভসংঘের আয়োজনে ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়া, কুয়েত প্রবাসী নাজমুল হোসেন, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, ডা. দিলরুবা ফেরদৌস, ডা. অহিদুজ্জামান খান বাবর, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী আনোয়ার হোসেন খান, গৃহিনী তাহমিনা বেগম, নকশি কাথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক এসএম আরাফাত হাসান, ঢাকার বিবিএর ছাত্রী মৌমিজা রুমিম খানের আর্থিক সহযোগিতায় প্রায় দু’শ দুঃস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদের শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ, শার্ট, প্যান্টসহ ঈদের সকালে রান্নার জন্য সেমাই, চিনি, দুধ ও গরম মসল্লা দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। তিনি এসময় একজন অসহায় নারীকে শাড়ী কেনার জন্য আর্থিক অনুদান দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক শাহজাহান খান, ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, কুয়েত প্রবাসী নাজমুল হোসেন, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, শিক্ষক নাছিমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন আখতারুজ্জামান খান, বিজয় বিশ্বাস, মিলন মুন্সী, প্রশান্ত বাড়ৈ, সঞ্জিব তালুকদার, অজয় রায়, দিলীপ রায়, আশিষ রায়, মাহবুব রহমান প্রমুখ।


(এএসএ/এসপি/জুন ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test