E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭০ সেঃ মিঃ ওপরে

২০১৭ জুন ২০ ১২:৪১:৪৯
খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭০ সেঃ মিঃ ওপরে

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশর হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ঘটনায় তিনটি ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণের চেষ্টা করছে শত শত মানুষ বলে জানা গেছে। হবিগঞ্জ পৌর এলাকার নদীতীরের দানিয়ালপুরের শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এসব বাড়িঘরের লোকজন কেউ কেউ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তবে এখনো ২৫০ পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

গত দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি আকষ্মিকভাবে বৃদ্ধি পায়। মঙ্গলবার সকালে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। ফলে মাইকিং করে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। এ নদীটি জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। এ নদীর সঙ্গেই ৫টি উপজেলার বাসিন্দাদের সুখ-দুঃখ জড়িয়ে রয়েছে।

গতকাল নদীর বাঁধের মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

নদীর বাঁধে ভাঙ্গনের আশংকায় রাতভর মানুষ তীর পাহারা দেন। রাত ৯টার পর থেকেই বাঁধের কয়েকটি দুর্বল স্থানে ছিদ্র হয়ে পানি শহরে প্রবেশ করতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে শহরবাসীর মাঝে মারাত্মক আতঙ্কদেখা দেয়। ওই স্থানগুলোতে সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে বালুর বস্তা ফেলে এসব ছিদ্র বন্ধ করার চেষ্টা চালায়। শহরের মসজিদগুলোতে মাইকিং করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

(ওএস/এসপি/জুন ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test