E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

২০১৭ জুন ২৩ ১২:৩০:৪১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনও যানজট না হওয়ায় স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল করছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো: মাহবুব আলম আজ সকাল সাড়ে ৯টায় জানান, এখন পর্যন্ত মহাসড়কে কোন যানজটের দেখা মেলেনি। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে গেলো বছরগুলো তুলনায় এবার অনেক বেশি পরিমান পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ৬টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

এই মহাসড়কে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের ২২ টি জেলার প্রতিদিন গড়ে ১০-১৫ হাজার যানবাহন চলাচল করছে। প্রতি ঈদে ঘড়মুখো মানুষের চাপে সেই সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পায়।

আজ শুক্রবার ভোর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। তবে কয়েকটি পয়েন্টে যানবাহন চলাচলে ধীর গতি লক্ষ করা গেছে। মহাসড়কে কোন যানজটের সৃষ্টি না হলেও মির্জাপুরের ধেরুয়া, গোড়াই, নাটিয়াপাড়া, পাকুল্লা, করটিয়া, টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা, আশেকপুর ও এলেঙ্গায় লিংক রোড থাকায় এসব স্থানে যানবাহনের ধীরগতিতে চলাচল করছে। তবে পুরো মহাসড়কের টাঙ্গাইল অংশের যানবাহনের গতি প্রায় স্বাভাবিক রয়েছে।

(এমএনইউ/এএস/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test