E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

২০১৭ জুন ২৯ ১৪:০৭:৩৯
টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুই নারী নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধনবাড়ি উপজেলার নিজবর্ণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিজবর্ণী এলাকার বাবুল বকুলের স্ত্রী রুবা বগম (৩২) ও বলুটিয়া এলাকার আ.মজিদের স্ত্রী সাহাতন (৫০)। আহত ওবায়দা বেগম (৪০) একই উপজলার বউলা এলাকার আব্দুল্লাহ আল মামুন জুয়েলের স্ত্রী। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, সকালে ওই তিন নারী হাঁটতে বের হয়েছিলেন। এ সময় জামালপুরগামী একটি মাইক্রোবাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুইজনকে আহত অবস্থায় মধুপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজন মারা যান। অপরজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

(ওএস/এএস/জুন ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test