E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মানিকগঞ্জে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

২০১৪ এপ্রিল ১১ ০৯:২৮:২৪
মানিকগঞ্জে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি দেশিয় পাইপগান, চারটি ককটেল, আটটি গুলি, তিনটি ম্যাগজিন ও দু’টি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে টহলকালে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে। এ সময় পুলিশ হলুদ রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৬-১৯০২) আটক করলেও গাড়ির চালক কিংবা আরোহীদের কাউকে ধরতে পারেনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ টহল দেওয়ার সময় রাত ৩টার দিকে ঢাকাগামী ওই পিকআপটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে পিকআপটিকে ধাওয়া করে। বাথুলী এলাকায় এসে পিকআপটি ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়।

পিকআপের ভেতর থেকে পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

(এইচআর/এপ্রিল ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test