E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে শিশু রমজান হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

২০১৭ আগস্ট ০৯ ১৬:৪৮:১০
নারায়ণগঞ্জে শিশু রমজান হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার শিশু রমজান শিকদার হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহিদুল আলম চৌধুরী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। নিহত শিশু রমজান শিকদার ওই এলাকার ইসমাইল সিকদারের ছেলে। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন-হামিদুল হক, রিপন ও আফরোজা।

পিপি আব্দুর রহিম জানান, হত্যার পর আসামীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে সকল বিষয় প্রমানিত হওয়া ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয় ।

নিহতের মা মর্জিনা বেগম এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আদালত সকল প্রমাণাদি পেয়েও ছেলের হত্যার উপযুক্ত বিচার পায়নি সে সকল আসামীদের ফাঁসির রায় প্রতাশ্যা করেন।

প্রসঙ্গত ২০১৩ সালের ৭ই সেপ্টেম্বর তিনজন মিলে ইসমাইল সিকদারের নিজ বাড়ির ভারাটিয়া শিশুপুত্র রমজান শিকদারকে অপহরণ করে ১০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে সেই টাকা না পেয়ে রমজানকে হত্যা করে তারা।


(এমএনইউ/এসপি/আগস্ট ০৯, ২০১৭)




পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test