E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশ’

২০১৭ আগস্ট ১০ ১৮:৪৩:০৩
‘সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশ’

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশিং টাঙ্গাইলের নাগরপুরে থানা কমিউনিটি পুলিশিং প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এমপি। তিনি আরো বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এদেশ জনগণের দ্বারা পরিচালিত। ১৬ কোটি বাঙ্গালীর এই দেশে অল্প কয়েকজন পুলিশ দিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তাই পুলিশকে সহযোগিতা করার জন্য জনগনকে এগিয়ে আসতে হবে।  

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে মো. রফিকুল ইসলামকে সভাপতি ও মো. কোহিনুর মিয়াকে সাধারণ সম্পাদক করে থানা কমিউনিটি পুলিশিংয়ের কমিটি গঠন করা হয়।

নাগরপুর থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এ প্রতিনিধি সম্মেলণে আরোও উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরিফুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আনিসুর রহমান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম প্রমূখ। এসময় থানা কমিউনিটি পুলিশিংয়ের সকল ইউনিটের সদস্য ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এএস/আগস্ট ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test