E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে সাখাওয়াতের গাড়িতে কালাম সমর্থকদের হামলা

২০১৭ আগস্ট ১১ ২০:৫১:৫০
নারায়ণগঞ্জে সাখাওয়াতের গাড়িতে কালাম সমর্থকদের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যাবার পথে মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় সাখাওয়াত হোসেনের অনুষ্ঠানের আয়োজকরা তাকে গিয়ে উদ্ধার করে।

সাখাওয়াত হোসেন খাঁন বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। আবুল কালাম নারায়গঞ্জ-৫ আসনে বিএনপি থেকে নির্বাচিত দুই বারের সাংসদ।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় বন্দরের কলাগাছিয়া এলাকায় শুভকরদি উচ্চ বিদ্যালয়ের মাঠে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলামের আয়োজিত সমাবেশে যাবার পথে এ ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে চোনাঘোড়া মসজিদের সামনে দিয়ে সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে যাবার সময় তার গাড়ি আটকে সেখানে যেতে তাকে বাধা প্রদান করে কালাম সমর্থিত নেতা শতাধিক নেতাকর্মী। বাধা প্রদানের নেতৃত্ব দেয় ইউনিয়ন বিএনপি নেতা আলতাফ হোসেন। উপস্থিত ছিল ছাত্রদলের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠানস্থল থেকে জাকির খানের সমর্থিত আয়োজকরা বাধার সংবাদ পেয়ে দৌড়ে এসে সাখাওয়াত হোসেনকে উদ্ধার করে মিছিল করে নিয়ে যার অনুষ্ঠানস্থলে। এ সময় বাধাপ্রদানকারীদের সাথে তাদের তুমুল বাক বিতন্ডা ঘটে।

সাখাওয়াত হোসেন খান অনুষ্ঠান স্থলে পৌছে ইন্নত আলী শাহ মাজারে জিয়ারত করে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে জাকির খানের সমর্থকরাও অবস্থান করছেন। আবার চুনাভূড়া মসজিদের সামনে কালাম সমর্থিত শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়ে আছেন অনুষ্ঠান শেষে যাবার সময় আবারো হামলা চালানোর জন্য।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আমাকে এখনো কেউ কিছু জানায়নি। এ ব্যাপারে আমার জানাও নেই তবে খবর নিচ্ছি।

সাখাওয়াত হোসেন খান জানান, আমার গাড়িতে কালাম সাহেবের লোকজন বাধা দিয়েছে, পরে নেতাকর্মীরা গিয়ে তাদের সরিয়ে আমাকে অনুষ্ঠানে নিয়ে আসে। আমি দলের কর্মসূচী করতে এসেছি, দলের একজন নেতা হয়ে এভাবে নেতাকর্মী দিয়ে বাধা দেয়ার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম জানান, এ ধরনের কোন ঘটনা আমার নলেজে নেই, আমাকে এ ব্যাপারে খবর নিয়ে জানতে হবে, আমি আপনার কাছেই শুনলাম।

(এমএনইউ/এসপি/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test