E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট

২০১৭ আগস্ট ১২ ১৪:৫৯:৪৬
টাঙ্গাইলে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে চার্জশিট দিচ্ছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী মো. ধলু মিয়া আদালতে দেয়া জবানবন্দিতে চাল বিক্রিতে চেয়ারম্যানের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জানাগেছে, ২০১৬ সালের ২৪ নভেম্বর রাতে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের তিনটি স্থান থেকে পুলিশ ৫ হাজার ৯০ কেজি ভিজিএফ’র চাল আটক করে। এরমধ্যে আটিয়া মাহমুদপুরের মল্লিক মার্কেটের জনৈক মাহাবুবের বাড়ির টিনের ঘর থেকে ৪৯ বস্তা চাল জব্ধ করে। এরমধ্যে ৫০ কেজির ২০ বস্তা ও ৩০ কেজির ২১ বস্তা চাল উদ্ধার করে। বস্তার ওপর ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা রয়েছে। সেখান থেকে প্লাস্টিকের বস্তায় ৩০ কেজি করে আরও ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

দোকান ঘরের ভাড়াটিয়া একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. ধলু মিয়া (৬০) সে সময় পলাতক ছিলেন। পরে পুলিশ ধলু মিয়াকে গ্রেপ্তার করে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন, ওইদিন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ২০ বস্তা চাল দেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। ৩০ কেজি করে ২১ বস্তা চাল তিনি স্থানীয়দের কাছ থেকে কিনেন। অপর ৮ বস্তা চালও তিনি স্থানীয় লোকদের কাছ থেকে কিনেন।

এ ঘটনায় মির্জাপুর থানার এসআই কমল সরকার বাদি হয়ে মির্জাপুর থানায় ২০১৬ সালের ২৫ নভেম্বর মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ অশোক কুমার সিংহ জানান, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। আসামী জবানবন্দিতে চেয়ারম্যানের কাছ থেকে চাল কেনার কথা স্বীকার করেছেন।

আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি কোন চাল বিক্রি করেননি। যাদের মাঝে চালগুলো বিতরণ করা হয়েছিল তাদের কাছ থেকে অনেকে সে চাল কিনেছেন। তিনি শুনেছেন পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের কেউ বলেছে তার (চেয়ারম্যান) কাছে থেকে চাল পেয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।



(আরকেপি/এসপি/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test