E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাটমোহরে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘সহ-শিক্ষা কার্যক্রম’ বিষয়ক কর্মশালা

২০১৭ আগস্ট ১৭ ১৭:১০:৫৬
চাটমোহরে রেড ক্রিসেন্ট সোসাইটির ‘সহ-শিক্ষা কার্যক্রম’ বিষয়ক কর্মশালা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের উদ্যোগে “সহ-শিক্ষা কার্যক্রম” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা। রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার।

বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, আলহাজ্ব মো. আজাহার আলী, সরদার আজিজুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম মোজাহারুল হক, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনার নির্বাহী সদস্য শাহজাহান মামুন প্রমুখ।

দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন সহকারী পরিচালক যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ, বিডিআরসিএস, ঢাকার সামসুল ইসলাম। কর্মশালায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো.আবদুল মালেক, শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনার ইউনিট লেভেল অফিসার দেলোয়ার হোসেন, যুব প্রধান ফরহাদ হোসেন, অফিস সহকারী আরিফ হোসেনসহ উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সভাপতি, প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ অংশ গ্রহণ করেন। কর্মশালার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।


(এসএইচএল/এসপি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test