E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিবচরে নির্মাণাধীন আড়িয়াল খাঁ নদের ২য় সেতুর স্টকইয়ার্ড ভাঙ্গণ কবলিত

২০১৭ আগস্ট ১৯ ১৭:৫১:১৮
শিবচরে নির্মাণাধীন আড়িয়াল খাঁ নদের ২য় সেতুর স্টকইয়ার্ড ভাঙ্গণ কবলিত

মাদারীপুর প্রতিনিধি : পদ্মা ও আড়িয়াল খাঁয় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী ভাঙ্গণের ব্যাপকতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়ে বিপদসীমার ৩৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন আড়িয়াল খা ২য় সেতুর স্টকইয়ার্ড নদী ভাঙ্গণে আক্রান্ত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ লেন মহাসড়কের আড়িয়াল খাঁ ২য় সেতুর জন্য চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের স্টকইয়ার্ডের প্রায় দেড়‘শ মিটার ভাঙ্গণ কবলিত হওয়ায় দ্রুত মালামাল সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে পদ্মা নদীর পর এবার আড়িয়াল নদের ভাঙ্গণের ব্যাপকতা বেড়েছে। নদী ভাঙ্গণে আক্রান্ত হয়েছে জেলার শিবচরের ৫ ইউনিয়ন।

এরই মধ্যে শিবচরের কাউলিপাড়া কওমী মাদ্রাসাসহ ২ মাদ্রাসা, চরবহেরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ শতাধিক ঘর বাড়ি এবং শতবর্ষী ঐতিহ্যবাহী জামে মসজিদ নদে বিলীন হয়ে গেছে।

নির্মাণাধীন আড়িয়ালখাঁ ২য় সেতুর সহকারী ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন ২য় সেতুর স্টকইয়ার্ড নদী ভাঙ্গণের শিকার হয়েছে। নির্মাণাধীন ৬ লেন মহাসড়কের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের স্টকইয়ার্ডের প্রায় একশত থেকে-দেড়শ মিটার ইতোপূর্বে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই এখান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেয়ার কাজ চলছে। আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেরাই ভাঙ্গণ প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

(এএসএ/এএস/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test