E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গাইবান্ধায় দু:স্থদের নগদ অর্থ সহায়তা ও কোরবানির মাংস বিতরণ

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১৯:২০:৫২
গাইবান্ধায় দু:স্থদের নগদ অর্থ সহায়তা ও কোরবানির মাংস বিতরণ

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি গুচ্ছগ্রামে আশ্রিত দু:স্থদের নগদ অর্থ সহায়তা ও কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। গাইবান্ধাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল গাইবান্ধা ডট নিউজ কর্তৃক এই নগদ অর্থ সহায়তা ও কোরবানির মাংস বিতরণ করে।

শনিবার বিকেলে গাইবান্ধা ডট নিউজের পক্ষ থেকে টেংগরজানি গুচ্ছগ্রামে আশ্রিত, কোরবানি করার সামর্থ্য নেই এমন ৩০টি দু:স্থ পরিবারকে কোরবানির মাংস বিতরণ এবং ২০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ডট নিউজের সম্পাদক আরিফুল ইসলাম বাবু, বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, প্রদায়ক (কন্ট্রিবিউটর) সুজন প্রসাদ, মশিউর রহমান সাগর, জাহিদ হাসান বিতান প্রমুখ।

মাংস ও অর্থ সহায়তা প্রদানকালে গাইবান্ধা ডট নিউজের সম্পাদক আরিফুল ইসলাম বাবু বলেন, ঈদের দিন গাইবান্ধা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে গাইবান্ধা ডট নিউজের স্বেচ্ছাসেবকরা এসব কোরবানির মাংস সংগ্রহ করে তা গুচ্ছগ্রামে আশ্রিত দু:স্থদের মাঝে বিতরণ করেছে। এসময় তিনি স্বেচ্ছাসেবকদের ঈদ আনন্দ ত্যাগ করে গাইবান্ধা ডট নিউজের কর্মসূচীতে অংশ নেয়ায় ধন্যবাদ জানান।

অপরদিকে, গত বৃহস্পতিবার গাইবান্ধার কামারজানিতে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে গাইবান্ধা ডট নিউজ। ওইদিন কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসি ১শ’ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে- চাল, চিনি, সেমাই, লবন, সয়াবিন তেল, পেয়াজ, রসুন, আদা, গরম মসলা, আলু ও বিস্কুট দেয়া হয়েছে। এছাড়া ১শ’ মানুষকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ সরবরাহ করা হয়। এরই ধারাবাহিকতায় ঈদের দিনে মাংস ও অর্থ সহায়তা কর্মসুচী গ্রহন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুল কবীর আসিফ, এটিএন নিউজ গাইবান্ধা জেলা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনা, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, ডা. উত্তম কুমার দেবগুপ্ত, গাইবান্ধা ডট নিউজ এর প্রতিষ্ঠাতা মঈনুর রহমান সোহেল, প্রধান সম্পাদক কুদ্দুস আলম, সম্পাদক আরিফুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদক হেদায়েতুল ইসলাম বাবু, বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, সহ-সম্পাদক তানজিমুল ইসলাম, সুজন প্রসাদ, মোতাহার হোসেন, মশিউর রহমান সাগর, জাহিদ হাসান বিতান, সজিব প্রমুখ।

(এইচআইবি/এএস/০৪ সেপ্টেম্বর, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test