E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১৬:৩৫:১১
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি : পদ্মায় ড্রেজিং করে নাব্যতা সংকটের সমাধান হওয়ায় মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শনিবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ঘাট সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ২০টি ফেরিই লোড-আনলোড করে যানবাহন পারাপার করছে। একই সাথে সব ধরণের নৌ-যান চলাচলে অনুমতি দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বর থেকে পদ্মা নদীর লৌহজং, কবুতরখোলা ও হাজরা টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দেয়। ফলে ভারী যানবাহন চলাচলে নিষেজ্ঞাধা দেয় বিআইডব্লিউটিএ। এতে করে যানবাহন পারাপারে রুট পরিবর্তন হওয়ায় চাপ বাড়ে পাটুরিয়া-দৌলদিয়া ঘাটে। ড্রেজিং-এর মাধ্যমে নদীতে নাব্য ফিরিয়ে আনা হলে স্বাভাবিক হয় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট।

একই সাথে ঈদ শেষে শনিবারও লঞ্চ ও স্পিডবোটে ঢাকামুখী যাত্রীদের স্রোত দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই লঞ্চ ও স্পিডবোটে উঠছেন। এ সব নৌযানে যাতে অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সে জন্য সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এখনো পাওয়া যাচ্ছে।

ঘাট সূত্রে আরো জানা গেছে, চ্যানেল মুখের প্রায় সাড়ে ৩শ’ ফুট এলাকা জুড়ে ৬টি ড্রেজার দিয়ে দিনরাত পলি অপসরণের কাজ শুরু করে। লৌহজং, কবুতরখোলা ও হাজরা টার্নিং পয়েন্টের ডুবোচর অপসারণে গত ৭দিন ধরে ড্রেজিং কার্যক্রম চালিয়ে অব্যাহত রাখে।

কাঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুল মমিন জানান, ড্রেজিংয়ের মাধ্যমে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি সার্ভিস চালু হলেও কয়েকটি স্থান ওয়ান ওয়ে থাকায় পারাপারে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। সব ধরণের ফেরি চলাচল শুরু হওয়ায় দীর্ঘ ৯ দিন পর এ রুটে যাত্রীবাহী পরিবহণ ও পণ্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। আগামিতে আরো চাপ বাড়ার সম্ভবনা রয়েছে। দৌলদিয়া ঘাট থেকে কিছু যানবাহন এ রুট দিয়ে ইতিমধ্যে শুরু করেছে।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ম্যানেজার মো. আবদুস সালাম মিয়া বলেন, ‘নদীর নাব্যতা ফিরে এলে শনিবার সকাল থেকে সবগুলো ফেরি চলাচল শুরু করা হয়। এছাড়াও এ নৌরুটে যাত্রী পাড় করতে ২ শতাধিক স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করছে।’

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test