E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান পন্ড

২০১৭ সেপ্টেম্বর ০৯ ১৯:৩২:৫৪
ঈশ্বরদীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান পন্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পুলিশী বাঁধায় ঈশ্বরদীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযানের ফরম বিতরণ অনুষ্ঠান পন্ড হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার পিয়ারপুর স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পূর্ব হতে এই কর্মসূচী নির্ধারিত ছিল। কিন্তু পুলিশ ওই স্থানে ঢুকতে নেতা-কর্মীদের বাঁধা প্রদান করলে দেয়ায় কর্মসূচী পন্ড হয়। এসময় বিএনপি’র সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরদার, বিএনপি নেতা আকরাম আলী খাঁন সঞ্জু, সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপি’র সভাপতি আকবর আলী বিশ্বাসসহ কোন নেতা কর্মীকেই সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি বলে তিনি জানিয়েছেন। এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হতে পারে এই আশংকায় সেখানে কাউকে ঢুকতে দেয়া হয়নি।

উল্লেখ্য, এরআগে ৮ই সেপ্টেম্বর সলিমপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুরূপ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৭)


পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test